সরকারের সামনে কোনো প্রতিকূল অবস্থা নেই

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নতুন সরকারের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘বর্তমান সরকারের সামনে কোনো প্রতিকূল অবস্থা নেই। এর আগে তিনি নিজে এর চেয়ে অনেক বেশি প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।’

সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এটা কোনো কঠিন সময় নয়। আগে তিনি এর চেয়ে অনেক বেশি কঠিন, বেশি প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। উন্নয়নশীল দেশে এমন রাজনৈতিক অবস্থা হতেই পারে।’

সরকারে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি পালন করবেন উল্লেখ আনোয়ার হোসেন বলেন, ‘এর আগেও তিনি যোগাযোগ এবং জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এখন পরিবেশের অবস্থা খারাপ, তাই পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।’

সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের সামনে চ্যালেঞ্জের কি আছে। এমন রাজনৈতিক অবস্থা দেখতে দেখতে তিনি বুড়ো হয়ে গেছেন। সরকার কাজ করতে এসেছে। কাজ করবে।’

বর্তমান সরকারে তার টার্গেট কি? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার টার্গেট কি, মন্ত্রণালয়ের টার্গেট। এ মন্ত্রণালয় তথা সরকারের সব কাজ সঠিকভাবে করা মন্ত্রণালয়ের টার্গেট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ