৮০ যুগ্মসচিবের পদোন্নতি

Prbangladeshসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। ৮০ জন যুগ্মসচিব অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এর আগে বিকেলে এক সচিবকে পদায়নসহ চার সচিবকে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় ৮০ জন যুগ্মসচিব অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে। এর একদিন আগেই শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেয়।

সর্বশেষ পদোন্নতি নিয়ে ১০৮টি অনুমোদিত পদের বিপরীতে অতিরিক্ত সচিবের সংখ্যা এখন ৩০৭ জন। এদের মধ্যে ৩১ জন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) রয়েছেন। ১৩ জানুয়ারি পর্যন্ত জন-প্রশাসনে ২২৭ জন অতিরিক্ত সচিব ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ