নতুন সরকারের সঙ্গে কাজ করবে আমেরিকা

marry harf ম্যারি হার্ফআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিগত নির্বাচনে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে হতাশা প্রকাশ করলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে আমেরিকা।

সোমবার আমেরিকান পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ জানান, নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে তার দেশ।

হার্ফ বলেন, ‘নির্বাচিত সরকারের সঙ্গে আমরা অবশ্যই কাজ করবো। কিন্তু আমরা এরইমধ্যে নির্বাচন নিয়ে আমাদের হতাশ অবস্থান স্পষ্ট করেছি। নতুন সংসদের প্রায় অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বা কেবল প্রতীকী প্রতিদ্বন্দ্বী থাকায় এ নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিশ্বাসযোগ্য প্রতিফলন হয়নি বলে আমরা মনে করি। এ বিষয়ে তাদের কাছে আমরা আমাদের উদ্বেগ আরও পরিষ্কার করবো।’

শেখ হাসিনা সরকারের সঙ্গে আমেরিকা কাজ অব্যাহত রাখবে কি-না, এমন প্রশ্নের জবাবে মেরি হার্ফ বলেন, ‘আমরা কাজ করে যাবো, অবশ্যই করবো। কিন্তু একই সঙ্গে নির্বাচনের বিষয়ে আমাদের উদ্বেগের বিষয়টিও পরিষ্কারভাবে তুলে ধরবো।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ