ডেপুটি স্পিকারের পদ চাইবে জাপা

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ চাইবে জাতীয় পার্টি। একই সঙ্গে মন্ত্রিসভায় দলটির প্রতিনিধির সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কি-না এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার জাপার সংসদীয় দলের সভা শেষে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।

বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসায় এ বৈঠক হয়। দলের ৩৩ জন এমপির মধ্যে ২৭ জন উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

আনিসুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে যে আসনটি ছেড়ে দিয়েছেন সেই আসন থেকে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে।’

এর আগে সোমবার জাপা’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দেন। এর ঠিক এক দিন পরই আজ এ বৈঠক বসল। তবে এ বৈঠকের ব্যাপারে এরশাদ বা তার মুখপাত্রদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ