তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন ওসি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর শ্যামপুর থেকে মঙ্গলবার দুপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয় এলাকার শীর্ষ সন্ত্রাসী কচির সহযোগী আবুল হোসেনকে (৪৫)।
কিন্তু শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন। এলাকাবাসীর চাপে অবশেষে চাঁদাবাজির অভিযোগে এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ঘটনাটি জানতে চেয়ে এই প্রতিবেদক শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদকে ফোন করলে তিনি উত্তেজিত হয়ে যান। তিনি এই প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ ব্যাপারে ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইলিয়াস শরীফ জানান, এ ঘটনায় আপনি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।