দেশের জন্য কাজ করি, চেহারা দেখাতে নয়

Obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্যকে ইঙ্গিত করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের উন্নয়নে আমি যে ষ্টাইলে কাজ করি, জনগন তা পছন্দ করে। সুতরাং আমি এভাবেই কাজ করে যাবো। আমি কাজ করি দেশের মানুষের জন্য। টেলিভিশনে চেহারা দেখানোর জন্য নয়।’
বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রনারয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উলেস্নখ্য, সৈয়দ আশরাফ সোমবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহনকালে যোগাযোগ মন্ত্রীকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘মন্ত্রী হয়ে কেউ যদি নাচানাচি করে তাহলে সরকার বা মন্ত্রনালয়ের কাজ হবে না। আমি তো পারি প্রতিদিন ব্রিজ আর কালভার্ট উদ্বোধন করতে। প্রতিদিন আমাকে টেলিভিশনে দেখা যাবে। টেলিভিশনে আমার দর্শক বাড়বে। এটা কিন্তু সরকারের কাজ না।’
যোগাযোগ মন্ত্রী বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন করেছি বলে জোর করে ক্ষমতায় থাকতে হবে এমন অহংকারী বক্তব্য আমি দেব না। পাঁচ বছর ক্ষমতায় থাকার মানসিকতা সরকারের নেই। লঙ্কায় গেলে সবাই রাবণ হয়, আমি এটা হতে চাই না। কতদিন ক্ষমতায় থাকবো তা জনগণের মনমানসিকতার ওপর নির্ভর করবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় গেলে মানুষ অহংকারী হয়ে যায়। আমি অঙ্গীকার করছি, অহঙ্কারী নয়, বিনয়ী হবো। মানুষকে স্বস্ত্মি দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করবো।’
জাতীয় পার্টি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তারা এক সময় মহাজোটে ছিলেন, এখন বিরোধীদলে চলে গেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন আলাদাভাবে নির্বাচন করবেন। যেভাবেই হোক নির্বাচন হয়ে গেছে। অপজিশন তো অপজিশনই। তাদের বিরোধী দলেই থাকা উচিত।’
জাপার এমপিদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ৩৩ জনই যদি মন্ত্রিত্ব চান তাহলে চলবে কীভাবে। তাদের উচিৎ বিরোধী দলে থেকে সরকারের সমালোচনা করা।’
বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘তাদের গণতন্ত্রের অভিযাত্রায় ৫শ লোকই হয়নি। তাদের রণকৌশলই ভুল ছিলো। জনগণকে নিয়ে তারা যদি আন্দোলনের কৌশল নেন আমরা তাদের স্বাগত জানাবো।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘একটি বড় দল জাতীয় নির্বাচনে না আসায় আমরা কিছুটা হলেও বিব্রত হয়েছি।’
মন্ত্রী আরো বলেন, ‘মূল পদ্মা সেতুর কাজ আগামী জুন মাসে শুরম্ন হবে। সরকারের এ মেয়াদেই মেট্রোরেলের কাজও শেষ করা হবে। অবৈধ ও আনফিট গাড়ি, অবৈধ দখল এসব বিষয়ে আরও কঠিন হবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ