সিম্ফোনিতে আসছে টেলিটকের ফ্রী থ্রি-জি
সিম্ফোনির নতুন দুটি স্মার্ট ফোনের সঙ্গে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক থ্রি-জি সিম ফ্রি দিচ্ছে। থ্রি-জি প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক অনুষ্ঠানে ঘটা করে থ্রি-জি সাপোর্ট করে এমন দুটি হ্যান্ডসেট সিম্ফোনি বাজারে আনে।
দুটি নতুন মডেলের স্মার্টফোন হচ্ছে- এক্সপ্লোলা ডব্লিউ ৩০ (w30) এবং এক্সপ্লোয়ার ডব্লিউ ৭০ (w70)।
অনুষ্ঠানে টেলিটক- এর ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ‘তথ্য-প্রযুক্তি বিশ্বমানের করতে বাংলাদেশে প্রথম থ্রি-জি প্রযুক্তি চালু করেছে টেলিটক। টেলিটকের সঙ্গে সিম্ফোনি যুক্ত হয়ে এ ধারাকে আরও ত্বরান্বিত করল।’
এ সময় সিম্ফোনি কোম্পানির চেয়ারম্যান আমিনুর রশিদ বলেন, ‘সিম্ফোনি সব সময় সঠিক মূল্যে ক্রেতাদের কাছে উৎকৃষ্ট পণ্য পৌঁছাতে সচেষ্ট থেকেছে। আর এই দুটি থ্রি-জি স্মার্টফোনের বেলাতেও তার ব্যতিক্রম হয়নি।’
তিনি সিম্ফোনি ও টেলিটকের সম্মিলিত এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন মাত্রা যোগ করবে বলেও মন্তব্য করেন।
হ্যান্ডসেট দুটি সম্পর্কে সিম্ফোনি বাংলাদেশের পরিচালক রেজাওয়ানুল হক বলেন, ‘w30 মডেলটি এন্ড্রয়েড ২.৩ জিনজারব্রেড অপারেটিং সিস্টেম চালিত ১ গিগাহার্জ প্রসেসর এবং ৩.৫ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লে সমৃদ্ধ একটি হ্যান্ডসেট, যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে একটি অনন্য হ্যান্ডসেট।’
অপরদিকে w70 এন্ড্রয়েট ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম চালিত ১ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর সম্বলিত ৪.০ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লে সমৃদ্ধ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা সম্বলিত একটি অত্যাধুনিক হ্যান্ডসেট, যাতে রয়েছে ২৫০০ এমএএইচ ব্যাটারি যেটা দীর্ঘক্ষণ চলার নিশ্চয়তা দিবে।
W30 মডেটির মূল্য ধরা হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা এবং w70 মডেলটির মূল্য ১০ হাজার ১৯০ টাকা। বিশেষ অফার হিসেবে এর সঙ্গে টেলিটকের থ্রি-জি সিম ফ্রি দেয়া হবে।