গোটা দেশ এখন কারাগারে পরিণত

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘কত দিন কার্যালয়ে আসতে পারবো সেটা জানি না। কারণ গোটা দেশ এখন কারাগারে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তবে সংলাপ বা সমঝোতার বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে।’

বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রায় আড়াই মাস পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রায় ১৫ মিনিট কার্যালয়ে অবস্থান করার পর তিনি কার্যালয় ত্যাগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আড়াই মাস পর কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি। ফ্যাসিবাদী সরকারের হাতে দেশের প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। এটার নজির বিশ্বের কোথাও নেই।’

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির প্রসঙ্গে তিনি বলেন, ‘তথাকথিত সরকারের মন্ত্রিসভায় কে মন্ত্রী হলো আর হলো না সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। কারণ একটি গণতান্ত্রিক দেশে একটা কার্যকর বিরোধী দল থাকা দরকার।’

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটা কোনো বৈধ সরকার নয়। গণতন্ত্রকে কীভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে তা সবাই দেখেছেন। তবে বিরোধী দলের আন্দোলনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘দলের দায়িত্বে থাকা দপ্তর সম্পাদকে গ্রেফতারের পর থেকে দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয় কীভাবে অবরুদ্ধ ও দখল করে রাখা হয়েছিল সেটা আপনারা দেখেছেন।’

তিনি অভিযোগ করেন, ‘এখনও সারাদেশের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হয়রানি  চলছে, গুম হত্যা করা হচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নয় বরং গণতন্ত্রের জন্য অশনি সংকেত।’

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলের জৈষ্ঠ নেতাদের কারাগারে রাখা হয়েছে।’

মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করে রাখাকে বিরোধী দলকে নির্মূল করার কৌশল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

রাজনৈতিক অস্থিরতা ও ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ৪৭দিন অবরুদ্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন নেতাকর্মী ও সর্মথকেরা।দুপুর দেড়টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

এসময় কার্যালয়ে আসেন দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন প্রমুখ। তবে দলের র্শীষনেতাদের কেউ এখনো পর্যন্ত কার্যালয়ে আসেননি।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীকে গ্রেফতারের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলাবাহিনী।

এরপর থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীদের আসতে দেখা যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ