জনগণ নির্ধারণ করবে সরকারে কারা আসবে

khaleda Zia Pankaj Ponkoj পঙ্কজ খালেদা জিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে কারা সরকারে আসবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা  জিয়ার সঙ্গে বৈঠকে একথা বলেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৮টা থেকে ঘন্ট্যাব্যাপী  এ বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পঙ্কজ শরণের উদ্ধৃতি দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, এ দেশের সরকার কী হবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। ভারত চায় বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সরকারের সঙ্গে কাজ করতে।

শমসের বলেন, পঙ্কজ বলেছেন বিএনপির সঙ্গে আগে যে ধরণের সর্ম্পক ছিল সে সম্পর্কের ভিত্তিতে একযোগে কাজ করবো। বিএনপি আগামীতে সরকারে এলে ভারতের সঙ্গে সর্ম্পকের উন্নয়ন হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

এর আগে ভারতীয় হাই কমিশনার সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ