পুরো ২০১৪ সাল নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে ইসি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বছরের শুরুতে একতরফা জাতীয় নির্বাচন সম্পন্ন করার পর পুরো বছরই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে নির্বাচন কমিশন।

এ লক্ষ্যে আগামী রোববার ৪০টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এরপরপরই সারাদেশের সব উপজেলায় নির্বাচন করতে চায় তারা।

কমিশন সচিবালয় ‍সূত্রে জানা গেছে, আগামী মার্চের মধ্যে দেশের সব উপজেলায় নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন।এমন প্রস্তুতি চলছে কমিশনে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের এক বৈঠকে ৪০টি উপজেলায় তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।এর মধ্যে ৫টি নতুন ও ৩৫টি মেয়াদউত্তীর্ণ উপজেলা রয়েছে।  কমিশনের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মার্চের মধ্যেই  ৪৮৭ টি উপজেলার নির্বাচন সম্পন্ন করতে  চায় কমিশন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণের  তিন মাসের মধ্যেই  উপজেলা নির্বাচন  সম্পন্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করতেই তারা এগিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, উপজেলা নির্বাচনের পরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করা হবে।এরপরই সারা দেশে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।অর্থাৎ চলতি বছর নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে কমিশন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ