নীলফামারীতে বিএনপি নেতার লাশ উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নীলফামারীঃ জেলার পলাশবাড়ি ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের পাশ থেকে বিএনপি নেতা গোলাম রব্বানীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা এবং আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রব্বানী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে এবং লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, স্থানীয়রা সকালে সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) বাবুল আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জে তৎকালীন নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্যদ ও বর্তমানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা এবং আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যার ঘটনায় লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রববানীকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ।