মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ

BNP khaleda Jia Zia বিএনপি খালেদা জিয়া প্রেস pressরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মত প্রকাশের স্বাধীনতা সরকার রুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, একটি সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সব অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে স্বাধীন মত প্রকাশের সুযোগ।

দৈনিক ইনকিলাবে পুলিশি তল্লাশি, ছাপাখানা সিলগালা করা ও তিন সাংবাদিককে গ্রেফতারের ঘটনার প্রতিবাদে শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, এর আগেও আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারাগারে বন্দী রেখেছে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’, ‘দিগন্ত টিভি’ ও ‘ইসলামিক টিভি’ বন্ধ করে দেওয়া হয়েছে। বিরোধী দল ও মত দমনে এ ধরনের অন্যায় কাজ গণতন্ত্রের জন্য শুভ নয়।

খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক পরিবেশ, দেশের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

তিনি অবিলম্বে ইনকিলাবসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়া এবং গ্রেফতারকৃত সাংবাদিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ