অর্থনীতিতে রাজনীতি টানা ঠিক না

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অর্থনীতিতে রাজনীতি টেনে আনা ঠিক হবে না।অর্থনীতির অগ্রগতিতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকবে। কিন্তু অর্থনীতিতে রাজনীতি টেনে আনা যাবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক বেধাবেধ ভুলে অর্থনীতির অগ্রগতির জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। এক সঙ্গে কাজ করতে পারলে আমরা সফল হবো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ