সরকার পায়ে পাড়া দিয়ে বিবাদ সৃষ্টি করছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের পায়ে পাড়া দিয়ে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষায়ক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন।
শনিবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি শান্তিপূর্ণ কর্মসুচি দিতে চায় এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের মন্ত্রীদের সম্প্রতি দেওয়া বিভিন্ন বক্ত্যব্যের কঠোর সমালোচনা করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা আশা করবো আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ তিনি যে দলেরই হোন না কেন শালীনতার মধ্যে থেকে কথা বলেবেন।’
তিনি বলেন, ‘নেতারা তাদের বক্তব্যের মধ্যে এমন কোনো কথা বলবেন না যাতে করে আমাদের তরুণ প্রজম্ম রাজনৈতিক নেতাদের সর্ম্পকে শ্রদ্ধার পরিবর্তে ঘৃণা বা অ্শ্রদ্ধার মনোভাব পোষণ করে।’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্দেশে রিপন বলেন, ‘একজন প্রবীণ রাজনীতিক হিসেবে শব্দচয়ণ, বিরোধী দলের উদ্দেশ্যে ভাষা ব্যবহারে তিনি সংযত থাকবেন। এমন কোনো ভাষা ব্যবহার বা কোনো উস্কানিমুলক বক্তব্য দেবেন না; যাতে করে ভবিষ্যতে সংলাপের পথ, সঝোতারপথ রুদ্ধ না হয়ে যায়।’
তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করছি, সমালোচনা করবো এটাই আমাদের ডেমোক্রসিক রাইটস। সরকার সম্পূর্ণভাবে, হামলা মামলা, নির্যাতন নিপিড়নের পথ বেছে নিয়েছে। আমরা আশাকরি সরকার এই পথ থেকে সরে আসবে।’
বিগত তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিএনপি যথন ক্ষমতায় ছিল তখন সংবিধান সংশোধন করার মতো অবস্থা বিএনপির ছিল না। তারপরও আমরা তৎকালীন বিরোধী দলের দাবি মেনে নিয়েছিলাম। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করেছিলাম।’