দেশকে জঙ্গিবাদী হতে দেব না: প্রধানমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাইবান্ধা: নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের মনোবল না হারানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনাদের সন্তান ফিরিয়ে দিতে পারব না, তবে আপনাদের নিরাপত্তা দেব। আর যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য যা করা দরকার, তাই করব। দেশকে জঙ্গিবাদী হতে দেব না।’
শনিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে নির্বাচন পরবর্তী, নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও হতাহত ব্যক্তিদের পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি রাজনীতি করার জন্য রাজনীতি করে না। তারা মানুষ হত্যা, বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করে সন্ত্রাসী তাণ্ডব চালায়। বিএনপি যা করেছে, সেটা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহতের নামে প্রিসাইডিং কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করেছে। অনেকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। তাদের হাত থেকে নারীরাও রক্ষা পাচ্ছে না। এত বীভত্স্য দৃশ্য কখনও দেখিনি। বিএনপি যা করেছে, তা জঙ্গিবাদী ঘটনা।’
তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। কিন্তু বিএনপির-জামায়াত এই বিচার, আইন মানবে না; তা হয় না। যেভাবে হোক, সন্ত্রাসীদের বিচার করা হবে।’
স্থানীয় প্রশাসনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যারা এ ধরনের কর্মকাণ্ড করে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যতটা কঠিন হওয়া দরকার, ততটা কঠিন হতে হবে।’
পরে প্রধানমন্ত্রী সহিংসতায় হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন ৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা দেন। নিহত তিন পরিবারকে ১০ লাখ করে এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ৫৫ মিনিটে গাইবান্ধা শহরের অদূরে তুলশীঘাট হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর তিনি গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে গিয়ে সহিংসতায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।