মিসরে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মিসরে আগাম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেন সেনাবাহিনীর আজ্ঞাবহ অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর। এ জন্য ঘোষিত রোডম্যাপেও পরিবর্তন আনার কথা বললেন তিনি। একইসঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন মনসুর।

তিনি বলেন, মিসরেন পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে উৎখাতের পর রাজনৈতিক রোডম্যাপে আগে পার্লামেন্ট নির্বাচনের কথা বলা হয়েছিল।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসিকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এমনটি করা হয়েছে। এর আগে প্রেসিডেনন্ট নির্বাচন করার কথা জানিয়েছিলেন প্রভাবশালী সেনাপ্রধান সিসি। মনসুর বলেন, বেশিরভাগ রাজনৈতিক দলই আগে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি করছে। ফলে তাদের দাবি মেনে রোডম্যাপে পরিবর্তন এনেছি আমি। এক টিভি ভাষণে জানালেন মনসুর।

তবে প্রেসিডেন্নট নির্বাচনের নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করা হয়নি। এটি এখন মিসরের উচ্চ নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা অবশ্যই নতুন সংবিধান পাস হওয়ার ৯০ দিনের আগে অনুষ্ঠিত হতে হবে। যা মধ্য এপ্রিল থেকে মে মাসের মধ্যে হতে পারে।

মনসুর আরও বলেছেন, সন্ত্রাবাদীদের বিচার তাড়াতাড়ি করার জন্য আদালতের সংখ্যা আরও বাড়াবেন তিনি। হোসনি মুবরাকের তৃতীয় পতন বার্ষিকীতে ৪৯ জন নিহত হওয়ার পর এমন ঘোষণা এলো প্রেসিডেন্টের পক্ষ থেকে। সূত্র : আল জাজিরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ