আদালত পরিবর্তন ও সাক্ষী জেরার আবেদন খারিজ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারিক আদালত পরিবর্তন ও তদন্ত কর্মকর্তাকে আবার জেরার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।

গত ১২ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে পুনরায় জেরা করার নির্দেশনা চেয়ে আবেদনটি করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খানসহ তিন জন। বাকি দুইজন হলেন- আব্দুর রহিম ও লিয়াকত হোসেন।

আদালতে আকবর হোসেনের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেয়।

২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।

আগামী ৩০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণার দিন রেখেছেন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ