জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্মাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রথম মেধা তালিকাভূক্ত ১ লাখ ৭২ হাজার ৫৮২ জনসহ সকল পরীক্ষার্থীর ফল প্রকাশ কার হয়। এ পরীক্ষায় গড় পাসের হার ৮৩ শতাংশ।

সোমবার এ ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সারাদেশে মোট ৫১৬টি অধিভুক্ত অনার্স কলেজের ৩০টি বিষয়ে ২ লাখ ৪৭ হাজার ১৪৫ আসনের বিপরীতে ৪ লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

ভর্তি পরীক্ষায় মানবিক শাখায় ১ লাখ ৭০ হাজার ১৯৮জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৯৮ শতাংশ। বিজ্ঞান শাখায় ৫৪ হাজার ৭৬১জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৯২শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় ১ লঅখ ৮৮ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৯ হাজার ৪২২ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৬৮ শতাংশ।

সোমবার দুপুর ১২টা থেকে সকল পরীক্ষার্থী তাদের ফলাফল SMS এর মাধ্যমে জেনে নিতে পারবে। মোবাইল থেকে জানতে মেসেজ অপশনে গিয়ে NU<space> AT <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল জানা যাবে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions  এ এই পরীক্ষার ফলাফল দেওয়া হবে।

মেধা তালিকায় অন্তর্ভুক্তদের ভর্তির ব্যাপারে পরবর্তী করণীয়র জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

গত বছরের ২৭ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ