৪ মামলায় ছয় মাসের জামিনে রিজভী

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবীর রিজভীকে চার মামলায় ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট  এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।  শুনানিতে তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার রাগিব রউফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: সেলিম।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এ চার মামলায় হাইকোর্টর জামিনাদেশের পরে রুহুল কবির রিজভীর জামিন পেতে আর কোনো বাধা নেই।

তবে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেনের মতো যদি গোপনে কোনো মামলায় গ্রেফতার দেখানো না হয়।

গত ৩০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মতিঝিল ও শাহবাগ থানায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুরের অভিযোগে মামলা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ