শিক্ষার্থীদের সংবর্ধনা মঞ্চে মন্ত্রীর ধূমপান
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০১৩ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। সোমবার বিকেল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। অনুষ্ঠানে আগত সকলের আগ্রহ মন্ত্রীকে নিয়ে। কারণ, মন্ত্রী হিসেবে সিলেটে এটাই সৈয়দ মহসীন আলীর প্রথম অনুষ্ঠান। মঞ্চের সামনে বসে আছেন কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা। আর মঞ্চের চেয়ারে বসা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ অন্য অতিথিরা। একে একে অতিথিরা বক্তব্য রাখছেন। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের আগামী দিনের সাফল্য কামনা করে বক্তৃতা করছেন বক্তারা। কেউ কেউ নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে শিক্ষার্থীদের উপদেশ দিচ্ছেন।
ঠিক সেই সময়ই শিক্ষার্থীদের সামনে মঞ্চে বসে সিগারেট ধরালেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। মন্ত্রীর হাতে সিগারেট দেখে হতবাক হয়ে যান অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, শিক্ষক, বিজিবি কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু কারো সেই সাহস নেই ‘জনসম্মিলনস্থলে প্রকাশ্যে ধূমপান দণ্ডনীয় অপরাধ’ আইনের এ বাণী মন্ত্রীর কানে পৌঁছে দেওয়ার। মন্ত্রীরও কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। চেয়ারে হেলান দিয়ে হাসিমুখে আয়েশ করে টানতে থাকেন সিগারেট। সিগারেটের সুখ টানেই যেন মন্ত্রীর সকল সুখ। সিগারেট খাওয়া শেষ করেই মন্ত্রী মাইক্রোফোনের সামনে যান বক্তৃতা দিতে।