শুরু হল দশম সংসদের প্রথম অধিবেশন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে প্রথমেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ড. শিরীন শারমিন চৌধুরী দ্বিতীয় বারের মতো স্পিকার ও ডেপুটি নির্বাচিত হন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।