গাজীপুরে দুই সহোদর হত্যার অপরাধে যাবজ্জীবন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গলাচিপা গ্রামের দুই সহোদর মকবুল ও কলিম উদ্দিন দেওয়ান হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুরুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল আলী (পলাতক), ফজলুল হক, জাকির হোসেন, হাছেন আলী, হযরত আলী ও রহমত আলী সিকদার।
এ ছাড়া আরও আট আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাদের ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন- আজিজুল হক, সুজন আলী, বাহাদুর আলী, আকবর আলী, শহিদুল ইসলাম, চান আলী, বুজরত আলী ও আমজাদ আলী।
মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আব্দুর রহমান ওরফে রহিম আলী, নজর আলী, রহিমা খাতুন, সাহেরা খাতুন ও আমিনুল ইসলাম বাদলকে।
২০০০ সালের ৬ ডিসেম্বর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গলাচিপা গ্রামে আসামিরা কুপিয়ে মকবুল দেওয়ান ও কলিম উদ্দিন দেওয়ানকে হত্যা করে। এ ঘটনায় ৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এস এম রফিকুল ইসলাম।
এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ছিলেন সিআইডির পরিদর্শক তোফাজ্জল হোসেন।