মওদুদসহ পাঁচ নেতার জামিন নামঞ্জুর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হেফাজতের সমাবেশে নাশকতার ঘটনায় দায়ের করা মতিঝিল থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ারের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন।
এ ছাড়া মতিঝিল থানার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও বিএনপি নেতা ফজলুল হক মিলনের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।
প্রসঙ্গত, মতিঝিল থানার ১১ (৫)১৩ মামলায় আসামিদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়। আসামিদের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ প্রতিবেদককে বলেন, আদালত এ মামলায় জামিন আবেদন নাকচ করেছে। আশা করেছিলাম, আদালত এ মামলায় জামিন দেবেন।
গত বছরের ৫ মে হেফাজতের নাশকতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় অন্তত ১৬টি মামলা করে পুলিশ। এ মামলায় এর আগে হেফাজতের বাবু নগরী, মুফতি ওয়াক্কাসকে রিমান্ডে পাঠিয়েছিল আদালত।