নিজামী, বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র সংক্রান্ত দু`টি মামলার মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অস্ত্র আইনের মামলাটিতে একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমান এ আদেশ দেন।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে মামলার আসামি জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক দুই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ, সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) একেএম এনামুল হক, চোরাচালানি হাফিজুর রহমান হাফিজ এবং অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দীন মোহাম্মদকে কাঠগড়ায় তোলা হয়।
এ সময় কঠগড়ায় দাঁড়ানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই নেতা। একপর্যায়ে কাঠগড়ার পাশে রাখা একটি বেঞ্চে বসেও পড়েন তারা। পরে কাঠগড়ার ভেতরে চেয়ারের ব্যবস্থা করা হলে তারা কাঠগড়ায় ওই চেয়ারে গিয়ে বসেন। কাঠগড়ায় উপস্থিত বাকি আসামিরা অবশ্য দাঁড়িয়ে থাকেন।
এ রায়কে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাড়ানো হয় বিচারকের ব্যক্তিগত ও বাসস্থানের নিরাপত্তা। জোরদার করা হয় আদালতের নিরাপত্তাও। রায়কে কেন্দ্র করে যেন কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা করতে না পারে সে ব্যবস্থা নেয় প্রশাসন।