এবার আ’লীগের এমপি নদভীকে জুতা নিক্ষেপ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ জুতা নিক্ষেপের মুখে সিরাত মাহফিলের মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের নব নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য   ড.  আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

শুক্রবার রাত সাতটার দিকে লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিত ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিলের শেষ দিনে মাওলানা লুৎফর রহমান তকরির পেশ করেছিলেন। এ সময় আবু রেজা নদভী এমপি মঞ্চে উঠলে প্রতিবাদে মুসল্লিরা দাঁড়িয়ে যান। এরপরও এমপি মঞ্চের চেয়ারে গিয়ে বসতে চাইলে শুরু হয় জুতা নিক্ষেপ। বিক্ষুদ্ধ মুসল্লিদের শত শত জুতার মুখে এমপিসহ মঞ্চের সবাই সরে যান। পুলিশের সহায়তায় দ্রুত স্থান ত্যাগ করেন এমপি। পরে অন্যান্যরা মঞ্চে ফিরে এলেও সংসদ সদস্যকে আর দেখা যায়নি। ঘটনার পর ড. মাওলানা ইশা শাহেদী মাইকে দাঁড়িয়ে মুসল্লিদের শান্ত হবার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, নদভী এমপি বক্তৃতা দেয়ার আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম  বক্তৃতা করেন। তিনি বলেন, ‘ইউরোপে তারেক বিন জিয়াদ অস্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার কারণে বর্তমানে সেখানে ৫ শতাংশ মুসলিমও নেই।’ এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই সময় নদভী এমপি মঞ্চে উঠলে তার প্রতি জুতা নিক্ষেপ শুরু করে  মুসল্লিরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ