ঢাকায় মঙ্গলবার বিএনপির থানায় থানায় বিক্ষোভ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার ১৯ দলের সমাবেশ অনুষ্ঠানে পুলিশ  অনমুতি না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কমর্সুচি ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমসুচির ঘোষণা করেন।

রিজভী বলেন, বতর্মান এ স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের গতি স্থিমিত করা হয়নি বরং খুব শীঘ্রই দুর্বার গতিতে আন্দোলন দাবানলের মতো আবার শুরু হবে।

রাজশাহী বিশ্বরবিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের বেপরোয়া ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলির ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিরব থাকায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিরোধী মতকে দমন করতে বিরোধী দলের নেতাকর্মীদের ক্রশফায়ারের নামে সরকার ঠাণ্ডা মাথায় হত্যা করছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ হোসেন তালুকদার, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামিমুর রহমান শামিম, শাহাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ