ব্যাংক লুটে জঙ্গি সম্পৃক্ততা আছে কি-না জানতে চেয়ে রুল

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনার সঙ্গে কোনো জঙ্গি কানেকশন রয়েছে কি-না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

এছাড়া তদন্তকাজ ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্টের একটি বেঞ্চ সোমবার দুপুরে এ রুল জারি করেন এবং আদেশ দেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে একটি রিট আবেদন করলে এ আদেশ দেন আদালত।

হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরশেদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ