হাতি পুষবেন দেবশ্রী রায়!

সিনিয়র  রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বজুড়ে তারকাদের মাঝে বিভিন্ন পশু-পাখি পালনের আগ্রহ দেখা যায়। এবার কোলকাতার অভিনেত্রী দেবশ্রী রায় হাতি দত্তক নিতে গেলেন আলিপুর চিড়িয়াখানায়।  এই অভিনেত্রী তৃণমূল বিধায়ক হিসাবেও কর্মরত আছেন। শনিবার বিকেলে পশুপ্রেমী দেবশ্রী রায় চিড়িয়াখানায় গিয়ে হাতি দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কথা বলেন চিড়িয়াখানার অধিকর্তা কানাইলাল ঘোষের সঙ্গে।

দেবশ্রী রায় ফাউন্ডেশন এবং দেশম নামে অন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তিনি এই হাতি দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। চিড়িয়াখানায় এইমুহুর্তে ১৬, ২০ এবং ২৪ বছর বয়সী তিনটি হাতি আছে। তার মধ্যে তুলনামূলক কম বয়সী হাতিকেই পছন্দ দেবশ্রীর। এদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে অভিনেত্রীর। দত্তক নিতে এক বছরে তাকে গুনতে হবে প্রায় এক লক্ষ ৫০ হাজার রুপির মতো।

ভারতের পুনে, মহীশূর, হায়দারাবাদের চিড়িয়াখানায় এই ব্যবস্থা অনেক আগে থেকে চালু থাকলেও এখানে একেবারেই নতুন। পাঁচ-ছয় মাস আগে এই ব্যবস্থা চালু হয়েছে আলিপুর চিড়িয়াখানাতেও। তারপর থেকেই পশুপ্রেমীদের মধ্যে চিড়িয়াখানার পশু দত্তক নেওয়ার আগ্রহ বেড়েছে। বাঘ, সিংহ, শিম্পাঞ্জি থেকে শুরু করে চিতাবাঘ, হরিণ, পাখি সব প্রাণীদেরই প্রথা মেনে একবছরের জন্য দত্তক নেওয়া যায়। কিছু আইনগত নিয়ম মেনে রুপি মেটালেই সেই ব্যক্তির সহায়তায় চিড়িয়াখানার ভিতরেই লালিত-পালিত হবে আদুরে প্রাণীরা। ইতোমধ্যে চিড়িয়াখানার বিভিন্ন পশু-পাখিদের দত্তক নিয়েছে প্রায় ৪০ জনের মতো ব্যক্তি। দত্তক নেওয়া পশুদের মধ্যে হটলিস্টে আছে বাঘ, সিংহ, শিম্পাঞ্জি’র মতো হিংস্র প্রাণীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ