হার এড়াতে লড়ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন বিকেলে বাংলাদেশকে ৪৬৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীলঙ্কা।দিনের বাকি আট ওভারে কোনো উইকেট না হারিয়ে তামিম ইকবালের (৭) ও শামসুর রহমান শুভর (৪) ব্যাট থেকে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১২ রান।

পঞ্চম দিনে জয় পেতে বাংলাদেশকে করতে হবে আরও ৪৫৫ রান। এ অবস্থায় রানের এ পাহাড় টপকানো অসম্ভবই বটে। তাই ড্রয়ের লক্ষ্যেই খেলতে হচ্ছে বাংলাদেশকে। সেক্ষেত্রেও বাংলাদেশকে অসম্ভবকেই জয় করতে হবে। লঙ্কানদের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে সারাদিন ব্যাট করতে হবে বাংলাদেশকে।

এদিকে শুক্রবার কুমার সাঙ্গাকারা (১০৫) ও দিনেশ চান্দিমালের (১০০) জোড়া সেঞ্চুরির সুবাদে চার উইকেটে ৩০৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। এতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪৬৭ রান।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদ দুটি, সাকিব আল হাসান একটি ও সোহাগ গাজী একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস-৫৮৭/১০, দ্বিতীয় ইনিংস-৩০৫/৪ ডি.

বাংলাদেশ প্রথম ইনিংস-৪২৬/১০, দ্বিতীয় ইনিংস- ১২/০।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ