দুই ওপেনার হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চট্রগ্রাম বাংলাদেশের লাকি ভেন্যু। অথচ সেই চট্রগ্রাম ঘরের মাঠই বারবার হতাশায় পুড়িয়েছে তামিমকে। পোড়াল আরও একবার। প্রথম ইনিংসে ০ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেও তিনি ফিরেছেন ৩১ করে। ভিথাঙ্গের টার্নারে বোল্ড হয়ে যান তিনি।

উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে অবশ্য চোয়ালবদ্ধ শুরুই এনে দিয়েছিলেন তামিম। তবে লাঞ্চের আগে তামিমের মত বোল্ড হয়ে ফিরেছেন আরেক ওপেনার শামসুরও। পেরেরার বলে তিনি বোল্ড হয়েছেন ৪৫ করে। ২ উইকেটে ৯১ রানে লাঞ্চে গেছে বাংলাদেশ।

চট্রগ্রাম টেস্ট জিততে ৯০ ওভারে বাংলাদেশের দরকার ৪৬৭ রান। লক্ষ্যে পৌঁছা অসম্ভব ধরে নিয়ে তাই ড্রর জন্য পঞ্চম দিন মাঠে নেমেছে বাংলাদশ। ব্যাটিংয়ে যদি দেখানো যায় নিষ্ঠা ও ধৈর্যের পরাকাষ্ঠা, তাহলে ম্যাচ বাঁচিয়ে ফেলা সম্ভব।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলের ছড়াছড়ি ছিল। তারপরও ৪২৬ রানের ইনিংসের সাফল্যটা প্রেরণা মুশফিকদের।  প্রথম ইনিংসে দল ব্যাট করেছিল ১১৯.৫ ওভার। আজ ৩০ ওভার কম বা ৯০ ওভার ক্রিজে কাটিয়ে দিতে পারলেই শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র দ্বিতীয় ড্র’র স্বাদ পাবে বাংলাদেশ। লাকি ভেন্যুতে তারই প্রত্যাশায় মুশফিক বাহিনী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ