যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের সংলাপের তাগিদ, সরকারের না
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট উত্তরণে সরকারকে সংলাপের তাগিদ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, নেদারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশগুলোর পক্ষ থেকে গত এক সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা ক্ষমতাসীনদের সংলাপ আয়োজনের এ তাগিদ দেন। তবে সরকারের পক্ষ থেকে আপাতত সংলাপের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ইউরোপিয় ইউনিয়নের হাই কমিশনার, যুক্তরাজ্য, চীন ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূতরা গত সপ্তাহে সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে রাজনৈতিক সঙ্কট নিরসনে একটি অর্থবহ সংলাপের তাগিদ দেন।
এরপর সর্বশেষ গত বুধবার দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সচিবালয়ে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে সংলাপের তাগিদ দেন। গণতন্ত্র টিকিয়ে রাখতে এর কোনো বিকল্প নেই বলেও বানিজ্যমন্ত্রীকে জানান ড্যান ডব্লিউ মজিনা।
আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংলাপের বিষয়ে এবিসি নিউজ বিডিকে বলেন, ‘নির্বাচিত সরকার কাজ করছে, দেশ এগিয়ে যাচ্ছে। এখন তো আর সংলাপের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ নতুন আর একটি নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে। সবাই এখন নির্বাচনমুখি। সংলাপ নিয়ে তাগিদ যারা দেয়, তারাই সংলাপে বসতে পারে।’
সচিবালয়ে গত বুধবার বানিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছিলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট উত্তরণে সংলাপের কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে সঙ্কট উত্তরণে সংলাপে বসতেই হবে। আর এ সংলাপের জন্য সরকারকেই উদ্যোগী হতে হবে।’
মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের আরও জানিয়েছিলেন, বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র ৬ জানুয়ারির অবস্থানেই রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র। আমরা মনে করি, একটি সুষ্ঠু ও ফলপ্রসু সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশ সব সঙ্কট থেকে অচিরেই মুক্তি পাবে।