চট্টগ্রাম টেস্ট ড্র হল মমিনুলের সেঞ্চুরিতে

mominul cricket মমিনুল ক্রিকেটস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চট্টগ্রামে খেলা সর্বশেষ টেস্টে ১৮১ রানের দূরন্ত ইনিংস ছিল মমিনুলের। কক্সবাজারের এই তরুণ সেঞ্চুরির স্বাদ পেলেন শ্রীলঙ্কার সাথেও। তার সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্ট ড্র’ই করে ফেলেছে বাংলাদেশ। মমিনুলের সেঞ্চুরির পরই ড্র মেনে নেয় দু’দল।

বাংলাদেশের স্কোর ছিল ৮৪.৪ ওভারে ৩ উইকেটে ২৭১।

মমিনুল তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূরণ করে অপরাজিত ১০০ রানে। ৭ম টেস্টে এটা তার তৃতীয় সেঞ্চুরি। গড়টাও চোখে পড়ার মত ৭২! মমিনুলের সাথে ৪৩ রান নিয়ে অপরাজিত ছিলেন সাকিব।

উইকেটে টার্ন আছে। বল আসছে ভয়ংকরভাবে নীচু হয়ে। এরই মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাদের অসমান্য দৃঢ়তায় তাই ড্র করল বাংলাদেশ। এর আগে গলে একটা মাত্র টেস্টে লঙ্কানদের সাথে ড্র করেছিল তারা। অন্যগুলো হারতে হয়েছে যাচ্ছেতাই ভাবে। এমনকি এবারের সিরিজে মিরপুরের প্রথম টেস্টটাও হারতে হয়েছে ইনিংস ও ২৪৮ রানে।

চট্টগ্রাম বাংলাদেশের লাকি ভেন্যু। সেই চট্টগ্রাম ঘরের মাঠ হলেও আবার বারবার হতাশায় পুড়িয়েছে তামিমকে। পোড়াল আরও একবার। প্রথম ইনিংসে ০ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেও তিনি ফিরেছেন ৩১ করে। ভিথাঙ্গের টার্নারে বোল্ড হয়ে যান তিনি। উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানের সাথে ৭১ রানের জুটি গড়ে অবশ্য চোয়ালবদ্ধ শুরুই এনে দিয়েছিলেন তামিম।

তবে লাঞ্চের আগে তামিমের মত বোল্ড হয়ে ফিরেছেন আরেক ওপেনার শামসুরও। পেরেরার বলে তিনি বোল্ড হয়েছেন ৪৫ করে। ২ উইকেটে ৯১ রানে লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চের পর ২৫ করা ইমরুল কায়েস এলবিডাব্লিউ হন পেরেরার বলে।

চট্টরগ্রাম টেস্ট জিততে ৯০ ওভারে বাংলাদেশের দরকার ৪৬৭ রান। লক্ষ্যে পৌঁছা অসম্ভব ধরে নিয়ে তাই ড্রর জন্য পঞ্চম দিন মাঠে নেমেছে বাংলাদশ। ব্যাটিংয়ে নিষ্ঠা ও ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে ম্যাচটা ড্র’ও করল মুশফিকুরের দল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ