জনগণ বিএনপির ডাকে সাড়া দেয়নি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ডাকে অবরোধে জনগণ সাড়া দেয়নি। তারা নির্বাচনে এলেও দেশের জনগণ আওয়ামী লীগকেই ভোট দিত।

শনিবার রাজশাহীর চারঘাটের সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসা মানেই সন্ত্রাস নিয়ে আসা। এর আগে এই এলাকায় বাংলাভাই প্রতিদিন মানুষ খুন করতো। সন্ত্রাস জঙ্গিবাদ ছাড়া আর কিছুই তারা দিতে পারেনি।কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি বিএনপি জামায়াতের চরিত্র কখনোই বদলায় না।

জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। মানুষের কল্যাণ করাই আমাদের কাজ। যাতে উন্নত জীবন যাপন করতে পারেন সে ব্যবস্থা করব।

এছাড়া প্রধানমন্ত্রী বিগত বছরগুলোতে এ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক শিল্পমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী খন্দকার হাছান মাহমুদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আইন উদ্দিন প্রমুখ।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী চারঘাট সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে পৌঁছান।

তিনি একসঙ্গে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনসহ ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে তিনি রাজশাহীতে জামায়াত-শিবির এবং বিএনপির হামলায় ক্ষতিগ্রস্ত ৭৭ ব্যক্তি ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেন।

এর আগে শেখ হাসিনা সারদা পুলিশ একাডেমিতে ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ