সোমবার তোলা হবে রাহার লাশ

model-raha

লাক্স তারকা ও অভিনেত্রী সুমাইয়া আজগার রাহার (২০) লাশ কবর থেকে উঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাহাকে রাজধানীর আজিমপুর করবস্থানে পরিচয় গোপন রেখে দাফন করে তার পরিবার। রাহার রহস্যজনক মৃত্যুর ঘটনায় রোববার রাতে তার বাবা শেখ আলী আজগারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি ওই রাতেই থানায় একটি অপমৃত্যুর মামলাও করেছেন। রাহা মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় থাকতেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আজিলুল হক জানান, রাতে রাহার বাবা লিখিতভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। রাহার লাশ কবর থেকে উঠানোর পর ময়না তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে সোমবার আদালতে নির্দেশনা চেয়ে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

রাহার বাবা থানায় লিখিত এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামের দুই বন্ধুর সাথে বাসায় ফিরে। এরপর রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে এবং সকালে রাহার মা ঘুম ভাঙানোর জন্য ডাকতে গেলে তার কোনও সাড়া-শব্দ পায়নি। পরে বিষয়টি সন্দেহ হলে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে রাহার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সিদ্ধান্তে আজিমপুর কবরস্থানে দুপুর ১টার দিকে তাকে কবর দেওয়া হয়। এর আগে রাহার বাবা রোববার দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন, রাহা মাইগ্রেন ও শ্বাসকষ্টজনতি কারণে মারা গেছে।

সূত্র জানায়, রাহার ‘আত্মহত্যা’ বা ‘হত্যার’ ঘটনা ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেলে আইন অনুযায়ী তার বাবা-মা গ্রেপ্তার হতে পারেন। কারণ, হত্যা বা আত্মহত্যা যা-ই হোক না কেন আইন অনুযায়ী দাফনের আগে থানায় খবর দেয়া প্রয়োজন ছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ