জাপানে তুষারপাতে নিহত ৭, আহত ১০০০

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  জাপানে প্রবল তুষারপাতে অন্তত সাতজন নিহত ও ১ হাজার মানুষ আহত হয়েছেন।

গত কয়েক দশকের মধ্যে এবারই রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় সবচেয়ে বেশি তুষারপাত হচ্ছে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে জানিয়েছে, গতরাত পর্যন্ত তারা ২৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করেছে।

জাপানে গভর্নর নির্বাচনের প্রাক্কালে এ তুষারপাত হচ্ছে। এরইমধ্যে তুষারঝড়ে রাজধানী টোকিওর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে- প্রবল তুষারপাতের কারণে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে। অবশ্য, আজ সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এদিকে, তুষারপাতের কারণে অন্তত বিমানের ৭৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রাজধানী টোকিওতে আরো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে মধ্য ও পূর্ব জাপানে প্রায় ৪৫,০০০ ঘার-বাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ