প্রধানমন্ত্রী ভারতীয় ট্রেনে চলছেন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘জাতীয় সংসদের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়েছে’- প্রধানন্ত্রীর এমন বক্তেব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম  মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন ‘প্রধানমন্ত্রী ভারতীয় রেলওয়ের ভাড়া করা ট্রেনে চলছেন। সেই ট্রেনের সাথে জাতীয়তাবাদী শক্তি ও জনগনের কোনো সম্পর্ক নেই। বিএনপি ভাড়া করা ইন্ডয়ান ট্রেনে ওঠে না। আন্দোলনের মধ্য দিয়ে ভাড়া করা ট্রেনকে বিতাড়িত করা হবে।’

রোববার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসন্ন উপজেলা নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রামঞ্চলে নেতাকর্মীদের হয়রানি করছে। তাদেরকে আটকের জন্য হণ্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন রিজভী আহমেদ।

তিনি অবিলন্বে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ