যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমার দিকে এগুচ্ছে ইরানের নৌবহর
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমার দিকে এগিয়ে যাচ্ছে একটি ইরানি নৌবহর। ইরানের উত্তরাঞ্চলীয় নৌবহরকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন নৌ কমান্ডার। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান, শক্তিবৃদ্ধি ও মহড়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছেন ইরানি নৌবাহিনীর ওই কর্মকর্তা।
নৌবাহিনীর কর্মকর্তা অ্যাডমিরাল আফশিন রেজায়ি হাদ্দাদ বলেছেন, ইরানের সামরিক নৌবহর যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমার দিকে এগিয়ে যাওয়ার মধ্যে একটি বার্তা আছে। বার্তাটি সতর্কবার্তা বলে জানিয়েছেন তিনি।
ইরানের উত্তরাঞ্চলীয় নৌবহরের কমান্ডার হাদ্দাদ জানিয়েছেন, নৌবহর দক্ষিণ আফ্রিকার নিকটবর্তী আটলান্টিক মহাসাগরীয় জলসীমা দিয়ে যাত্রা শুরু করেছে। পারস্য উপসাগরে ওয়াশিংটনের নৌ-শক্তির অতিরিক্ত উপস্থিতিতে ইরানি প্রতিক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে নৌবহরের জাহাজের সংখ্যা, অস্ত্রসস্ত্র ও কতজন সেনা রয়েছে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। একজন মার্কিন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের এমন দাবির প্রতি সন্দেহ রয়েছে। তবে আন্তর্জাতিক পানিসীমায় যে কোন ধরনের জাহাজ চলাচলের স্বাধীনতা রাখে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।