বাংলাদেশে হতে পারে আইপিএল
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এপ্রিলে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ভারতে। আইপিএল সেভেনও শুরু হবে একই সময়। নির্বাচনের সময় এত বড় একটা টুর্নামেন্টের নিরাপত্তা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় ভারতীয় প্রশাসনের। তাই আইপিএল গভর্নিং কমিটি বিকল্প ভেন্যু হিসেবে কিছু ম্যাচ সরিয়ে নিতে চায় অন্য দেশে। এজন্য সম্ভাব্য তিন দেশের সংক্ষিপ্ত তালিকাও করেছে তারা। তাতে প্রথম পছন্দ হিসেবে রয়েছে বাংলাদেশের নাম। এরপরই দক্ষিণ আফ্রিকা আর আরব আমিরাত।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা টুর্নামেন্টটির একটি অংশ বিদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নিয়ে হিন্দুস্তান টাইমসকে জানালেন, ‘১২ ও ১৩ ফেব্রুয়ারি খেলোয়াড়দের নিলামের পর এ ব্যাপারে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যদি লোকসভার নির্বাচন মে মাসে হয় তাহলে টুর্নামেন্টের পুরোটাই হবে ভারতে। তবে ভোট এপ্রিলে হলে প্রথম পর্বের কিছু ম্যাচ সরে যেতে পারে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা কিংবা আরব আমিরাতে। বাংলাদেশ ভারতের কাছের দেশ, সেখানে খরচও কম। তাই বাংলাদেশ আমাদের ভাবনায় আছে ভালোভাবে।’