সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাচ্ছি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘আমরা সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাচ্ছি। দেশের মানুষও হত্যা, গুম ও নির্যাতন থেকে মুক্তি চায়। ১৯৭৪ ও ৭৫ সালে এ অবস্থা বিদ্যমান ছিল, এখন এর ব্যাতিক্রম নয়।’

রোববার জাতীয় প্রেস ক্লাবে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী দল আয়োজিত লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক গুমের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘যদি এর সমাধান না হয় তাহলে দেশের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ অবস্থা থেকে মুক্তি পাব।’

লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘৪ ফেব্রুয়ারি ভোরে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১১নং হাজীপাড়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে চট্টগ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে গ্রেফতার করে নিয়ে যায়। এর বিভিন্ন মাধ্যমে প্রশাসনে যোগাযোগ করা হলে লক্ষীপুর থানায় সোপর্দ করা হবে বলে জানায়। কিন্তু এখন পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয় নি। ওমর ফারুককে কোথায় রাখা হয়েছে, নাকি হত্যা করা হয়েছে তা আজ অবধি জানা যায়নি।’

তিনি বলেন, ‘১২ ডিসেম্বর বিনা উস্কানিতে সরকারি বাহিনী লক্ষ্মীপুরে ভয়ংকর তান্ডবলীলা চালায়। ওই দিন রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন সাবুকে তার বাড়ীতে ঢুকে হত্যা করা হয়। একই দিনে যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব হোসেন, ছাত্রদল নেতা সুমনকে হত্যা করে। এর পরে আরও হত্যা করে বিএনপি নেতা বাবুল হোসেন, সুমন আহম্মেদ ও মান্নানকে। ডিসেম্বরে বিএনপি নেতা বেলাল হোসেনকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত তার হদিস পাওয়া যায় নি।’

আবুল খায়ের বলেন, ‘আমরা এহেন অন্যায়, জুলুম, হত্যা, গুম ও নিপীড়নের অবসান চাই। আমরা গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধান দাবী করছি। এর সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই। নইলে লক্ষ্মীপুরের নিপীড়িত জনগণ আবার ফুঁসে উঠবে এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার তারাই করবে।’

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘লক্ষ্মীপুর একটি আতংকের নগরীতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে নেতাকর্মীরা বাড়ী ছাড়া হয়েছে, নিহত হয়েছে, কারাগারে আটক রয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ওমর ফারুককে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী খুজে বের করবেন।ওমর ফারুকের বাবা একজন মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সুবেদার ছিলেন। তার ছেলে বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নাজিমুদ্দীন আহমেদ, লক্ষ্মীপুর সদর থানা বিএনপির সভাপতি মাইনুদ্দিন রিয়াজসহ লক্ষ্মীপুর জেলার বিএনপি নেতৃবৃন্দ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ