দুর্যোগে আক্রান্তদের ভরসা দিলেন প্রধানমন্ত্রীর
গত শুক্রবার দেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা ব্রাহ্মণবাড়িয়ায় শক্তিশালী টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
জেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বিকেল সোয়া ৫টায় শেখ হাসিনা সংক্ষিপ্ত এক বক্তৃতায় এ আহ্বান জানান।
সমাবেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত দিনে মানুষের দুর্দিনে পাশে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।’
এরআগে প্রধানমন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তাসহ দলীয় লোকজনের সঙ্গে সার্কিট হাউজে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে উশিউড়া জেলখানার সামনে টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকা বাসুদেব মোড় এলাকার বিধ্বস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন।
টর্নেডোয় নিহতদের পরিবারকে চার হাজার টাকা আর্থিক সহায়তাসহ দুই বান টিন, চাউল, নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও শাড়ি-লুঙ্গি দেয়া হয়।