অপরাধীদের ধরবে এফবিআই’র ম্যালওয়্যার

সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  অপরাধীদের ধরতে ও তাদের বিভিন্ন আচরণের ওপর নজর রাখতে ম্যালওয়্যার কিনতে চায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

সম্প্রতি মার্কিন সরকারের ক্রয় সংক্রান্ত ডাটাবেজে এ তথ্য প্রকাশ হয়।

বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যার কেনার উদ্যোগ নিয়েছে এফবিআই। এ ধরনের সফটওয়্যারগুলো বিভিন্ন মামলায় তাদের সহযোগিতা করবে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানায়।

সংস্থাটি কোনো ধরনের নজরদারি করার জন্য এ ধরনের সফটওয়্যার কিনতে চাচ্ছে কি-না, সে ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

অনেকেই মনে করছে, সংস্থাটি ম্যালওয়্যার সংগ্রহ করে এর নির্মাতা পর্যন্ত পৌঁছানোর চেষ্টাও করতে পারে। সাধারণত ম্যালওয়্যার নির্মাতা প্রোগ্রামাররা জনসম্মুখে আসেন না। তাদের সম্পর্কে কেউ বিস্তারিত তথ্যও জানে না। কিন্তু বর্তমানে ভয়ঙ্কর মাত্রা পাওয়া সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করতেও এফবিআই ম্যালওয়্যার কিনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ধরনের সফটওয়্যার সংস্থাটিকে যে কারো ওপর নজরদারি করার ক্ষমতা দান করবে বলে মনে করছে অনেকেই। কিন্তু এফবিআই’র এক সূত্র জানায়, বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা সংক্রান্ত কার্যক্রমেই এ সফটওয়্যার ব্যবহার করা হবে। ১৯৯৬ সাল থেকেই সংস্থাটি পরনির্ভরশীল হয়ে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছে। এ সময় থেকে যে তথ্য সংগ্রহ করা হতো, তা নিরীক্ষা করতে ও পরবর্তী বিভিন্ন তথ্য পেতে এফবিআইকে বিভিন্ন প্রযুক্তি বিশারদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করতে হতো। এতে সময় অপচয়ের পাশাপাশি গোপনীয়তাও অনেকাংশ রক্ষা হতো না বলে জানায় সংস্থাটির এক সূত্র। ম্যালওয়্যারের মতো সফটওয়্যার কেনার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজে থেকেই সন্দেহভাজনদের ওপর নজর রাখতে পারবে। বিশ্লেষকদের মতে, এফবিআই যদি ইতিবাচক ক্ষেত্রে এ সফটওয়্যার ব্যবহার করে, তবে একদিকে যেমন সাইবার হামলা প্রতিরোধ সক্ষম হবে, অন্যদিকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপরও নজরদারি করতে পারবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ