পেটের গ্যাসে বিস্ফোরণ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মাত্রাছাড়া খাবার খাওয়ার ফলে গ্যাস জমে ফুলে উঠছিল পেট। উপায় না পেয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন। চিকিৎসকেরাও অস্ত্রোপচারের আয়োজন করেছিলেন। কিন্তু অগ্নিঝরা এক বিস্ফোরণ দিল সব ভণ্ডুল করে। সম্প্রতি চীনের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চীনা নিউজ সার্ভিসের এক প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার পিটিআইয়ের খবরে জানানো হয়, জিয়াংসু প্রদেশে ৫৮ বছর বয়সী এক নারীর বেলায় এ ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। তবে বিস্ফোরণ-পরবর্তী অবস্থা সম্পর্কে খবরে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।
ওই চীনা নারী শুধু অতিভোজই করেননি, মদও পান করেছিলেন মাত্রাতিরিক্ত। এতে তার পেট ফুলে ওঠে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের সময় তার পাকস্থলীতে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারীর পুরো পাকস্থলীই অপসারণ করা হয়েছে। রোগীর পাকস্থলীতে থাকা ইথাইল অ্যালকোহল অস্ত্রোপচারের বৈদ্যুতিক ছুরির সংস্পর্শে আসার পর এ বিস্ফোরণ ঘটে।