ইরানের ৫ সীমান্তরক্ষী অপহৃত পাক রাষ্ট্রদূতকে তলব
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইরানের পাঁচ সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়ার প্রতিবাদে তেহরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত নুর মোহাম্মাদ জাদমানিকে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী জাকিগুর এলাকা থেকে গত ৬ ফেব্রুয়ারি ইরানি সীমান্তরক্ষীদের অপহরণ করা হয়। তারা ইরানি সীমান্তরক্ষীদের পাকিস্তানি ভূখণ্ডে নিয়ে যায়। জেইশুল আদ্ল নামে একটি সংগঠন এ অপহরণের দায়িত্ব স্বীকার করেছে।
জেইশুল আদল ২০১৩ সালের ২৫ অক্টোবর ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান শহরে হানা দিয়ে ১৪ জন ইরানি সীমান্তরক্ষীকে হত্যা করে। ওই ঘটনায় আহত হন ছয় ইরানি সীমান্তরক্ষী।