উত্তর কোরিয়ার আপত্তি: মার্কিন-দক্ষিণ কোরিয়ার মহড়া ১৮ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  উত্তর কোরিয়ার আপত্তি উপেক্ষা করে সামরিক মহড়া চালাবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। মহড়া শুরু হবে ২৪ ফেব্রুয়ারি এবং চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

উত্তর কোরিয়া এ মহড়াকে তার ওপর হামলার রিহার্সলে বলে অভিহিত করেছে।

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কমান্ড আজ সোমবার এক বিবৃতিতে বলেছে, এবারের মহড়ার নাম দেয়া হয়েছে “কি রিজল্‌ভ”  এবং “ফোল ঈগল”।

তবে এ মহড়া কোনো ধরনের উস্কানিমূলক হবে না বরং প্রশিক্ষণমূলক হবে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। এতে আরো বলা হয়েছে, আসন্ন মহড়ায় আমেরিকার ১২,৭০০ সেনা অংশ নেবে। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের ওপর দিয়ে পরমাণু বোমা বর্ষণে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়ে যাওয়ার এক সপ্তাহ পর নতুন মহড়ার তারিখ ঘোষণা করা হলো। বোমারু বিমান উড়ে যাওয়ার পর উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

এদিকে, আসন্ন যৌথ মহড়ার কারণে দুই কোরিয়ার বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পূর্বঘোষিত পুনর্মিলন অনুষ্ঠান ঝুঁকির মুখে পড়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ পুনর্মিলনী হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ