আট বছরে বাংলাদেশের ৫০ টেস্ট, ২০১৬-তে যাবে ভারতে

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  কিছু আর্থিক ক্ষতি হলেও টেস্ট স্ট্যাটাস হারাতে হয়নি বাংলাদেশকে। সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ সভায় তাই ক্ষতি মেনেই ‘তিন জমিদারের’ পক্ষে ভোট দিয়েছিল বাংলাদেশ। বিনিমিয়ে আদায় করে নিয়েছে এফটিপির বাইরে থাকা বাড়তি কিছু সিরিজ। সব মিলিয়ে আগের এফটিপি অনুযায়ী সামনের আট বছরে যে ৩৩টি টেস্ট খেলার কথা ছিল, সেটি বাড়িয়ে ৫০ পর্যন্ত করার লক্ষ্যপূরণ হয়েছে বিসিবির।

সিঙ্গাপুর থেকে রোববার রাতে দেশে ফিরে সাংবাদিকদের সেটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আমরা আগামী ৮ বছরে ৫০টি টেস্ট খেলতে যাচ্ছি। অস্ট্রেলিয়া ২০১৫ সালের অক্টোবরে আমাদের এখানে আসবে। ২০২১ সালের জুলাইতে আবার আসবে। আর ২০১৮ সালে বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়ায়, সেখানে টেস্ট-ওয়ানডে সব খেলবে। এসব ব্যাপারে চুক্তি সই হয়নি, তবে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আর ইংল্যান্ডের ব্যাপারটা হলো, আগের এফটিপি অনুযায়ী ২০২০ পর্যন্ত ওদের সঙ্গে যেসব খেলা হওয়ার কথা ছিল, ওরা সেগুলো খেলবে বলে আমাদের জানিয়েছে।’

টেস্ট স্ট্যাটাস পাওয়ার এতদিন পরও ভারত আমন্ত্রণ জানায়নি বাংলাদেশকে। তবে ২০১৬ সালেই যে বাংলাদেশ পূর্নাঙ্গ সফরে ভারতে যাবে এ ব্যাপারে লিখিত চুক্তি হয়ে গেছে সিঙ্গাপুরে। নাজমুল জানালেন সেটাই, ‘এ বছরই ভারত বাংলাদেশে আসছে। ২০১৫ সালে আবার আসবে টেস্ট খেলার জন্য। ২০১৬ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ভারতে টেস্ট খেলবে। এরপর ২০২০ সালে ভারত আবার আসবে এখানে। সেই সিরিজে টেস্ট-ওয়ানডে সবই থাকবে। এ সিরিজগুলো একেবারে নিশ্চিত, আমরা এ ব্যাপারে ভারতের সঙ্গে চুক্তিতে সই করে এসেছি।’

ইন্টারকন্টিনেন্টাল কাপ বিজয়ীর সঙ্গে প্লে-অফে হেরে গেলেও টেস্ট মর্যাদা চলে যাওয়ার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন নাজমুল, ‘ধরেন ২০১৮ সালেও র‌্যাকিংয়ে আমরা ১০ নম্বরে থাকলাম। তখন তো আমাদের ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ীর সঙ্গে প্লে-অফ খেলতে হবে। সেখানে ওরা জিতলে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করবে। তাহলেও কিন্তু আমাদের টেস্ট মর্যাদা যাবে না। তবে একটা কথা আমি বলতে পারি, ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দল আমাদের হোম অ্যান্ড অ্যাওয়েতে হারাবে এমনটা ভাবার কোনো কারণ নেই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ