তথ্যমন্ত্রী সংসদে ভুল তথ্য দিয়েছেন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  সংসদে ১৯টি পত্রিকার ওয়েজ বোর্ড দেওয়ার কথা বলে তথ্যমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার দু’বছরে খুনিদের গ্রেফতার ও সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ফেড়ারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘আমরা কোন পত্রিকার ওয়েজ বোর্ডের ছাড়পত্র পাই নাই এখন পর্যন্ত। তাই গতকাল (সোমবার) সংসদে দাড়িয়ে আপনি অসত্য তথ্য উপস্থাপন করেছেন। আপনার দফতর থেকে আপনাকে মিথ্যা ও ভুল তথ্য দিয়েছে।’

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি বলেন, ‘আজ গোটা জাতি, সরকার, রাষ্ট্র লজ্জিত। সাংবাদিক হিসেবে আমরা নিজেরাও লজ্জিত। সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের বিচার না হওয়ায়।’

সরকারের সমালোচনা করে বুলবুল বলেন, ‘সরকার ও তার আইন প্রয়োগকারী সংস্থা আজ দুই ভাবে ব্যর্থ হয়েছে। সাগর-রুনির হত্যাকারীসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার ও তাদের খুনিদের গ্রেফতার করতে না পেরে।আর দ্বিতীয়ত সাংবাদিক হিসেবে নয় সাধারণ জনগণ হিসেবে সাগর-রুনিসহ সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে। খুনিরা কী এতটাই শক্তিশালী যে রাষ্ট্র তাদের গ্রেফতার করতে পারেনা। নিরাপত্তা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে সাগর-রুনির হত্যাকারীরা।’

বুলবুল বলেন, ‘যারা সাগর-রুনির হত্যার বিচার ধামাচাপা দিয়ে অবৈধ সুবিধা নিতে চান তারা সাবধান হয়ে যান। সাগর-রুনির রক্তের সঙ্গে বেঈমানী করে কেউ রেহাই পাবেনা। আমরা সাংবাদিকরা সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার এবং বন্ধ মিডিয়া খুলে দেওয়া, সকল সাংবাদিকের মুক্তির দাবিতে, ও সাংবাদিকদের দাবি আদয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে যাব।’

সাগর সরওয়ারের মা বলেন, ‘আমার সাগর নেই আমার কাছে। আজ আমি আনন্দিত সকল সাংবাদিক এক হয়ে সাগর রুনির হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে। আমি আশা করি সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকবে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের দাবি আদায়ে।’

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব শওকত মাহমুদ ও অপরাংশের আবদুল জলিল ভূঁঞা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ