রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় সরকারকে উকিল নোটিশ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি করার কারণ জানতে চেয়ে সরকারকে উকিল নোটিশ  পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, রাজশাহী পুলিশ কমিশনার ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিভিন্ন মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী জ্যেতিময় বড়ুয়া।

নোটিশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ কেন গুলি চালিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে গুলি করার আগে ও পরে কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার খুশী কবির, অধ্যাপক স্বপন আদনান, রফিক উল্লাহ খান, মানস চৌধুরী, ফাহমিদুল হক ও তানজিম উদ্দিন খান এর পক্ষে এ নোটিশ পাঠান জ্যের্তিময় বড়ুয়া।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ