গোলাম সারওয়ারসহ একুশে পদক পাচ্ছেন ১৫ জন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এবার সাংবাদিক গোলাম সারওয়ার ও কবি বেলাল চৌধুরীসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি পাবেন একুশে পদক।
মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
এর মধ্যে তিনজন পাবেন মরণোত্তর পদক।তারা হলেন ভাষাসৈনিক ডা. বদরুল আলম, নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ও লেখক আকদুস শাকুর। বদরুল আলম ভাষা আন্দোলনে, এস এম সোলায়মান শিল্পকলায় এবং আবদুস শাকুর ভাষা ও সাহিত্যে এ পদক পাবেন।
ভাষা আন্দোলনের জন্য এবার পদক পাবেন শামসুল হুদা। শিক্ষায় পদকের জন্য মনোনীত হয়েছেন ড. অনুপম সেন। চিত্রকর সমরজিৎ রায় চৌধুরী এবং লোকসঙ্গীত শিল্পী ও সংগ্রাহক রামকানাই দাশ শিল্পকলায় পদক পাচ্ছেন।
ভাষা ও সাহিত্যে এ বছর পদক পাবেন কবি রশীদ হায়দার, জামিল চৌধুরী ও ছড়াকার বিপ্রদাস বড়ুয়া।
গবেষণায় একুশে পদক পাবেন ড. এনামুল হক। সমাজসেবায় ডা. মুজিবুর রহমান এবং অভিনয়শিল্পী কেরামত মওলা শিল্পকলায় এ পুরস্কার পাবেন।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেবেন।