ম্যারাথন শুনানি বন্ধের আহ্বান

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিচারক ও আইনজীবীদের মামলা নিয়ে ম্যারাথন শুনানি বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারকরা ম্যারাথন শুনানি গ্রহণ করেন। আইনজীবীরাও বিচারকের সামনে ম্যারাথন শুনানি করেন। যে কারণে মামলা নিষ্পত্তি কমে যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার জজকোর্ট প্রাঙ্গনে ‘বিজয়া, বুদ্ধ, পূর্ণিমা, বড়দিন পুনর্মিলনী-২০১৪’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ঢাকা আইনজীবী সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, অনেক বিচারক গালে হাত দিয়ে ক্রমাগত শুনানি গ্রহণ করছেন। আর আইনজীবীরাও ক্রমাগত শুনানি করছেন। বিচারকদের এমন আচরণ কখনও কাম্য নয়। আইনজীবীদের কাছ থেকেও আমি এ ধরণের আচরণ প্রত্যাশা করিনা।

পুরাতন মামলা অবিলম্বে নিষ্পত্তির নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। পুরাতন মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক, ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ, ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজীবুল্লাহ হীরু, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়া প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ