এ সরকারের আমলেই সাগর-রুনী হত্যার বিচার

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, এ সরকারের আমলেই সাগর-রুনী হত্যার বিচারসহ দেশ থেকে সকল ধরনের জঙ্গী কার্যক্রম নির্মূল করা হবে।

মঙ্গলবার বিকেলে জেলার নান্দাইল মডেল থানার ভবন উদ্ধোধনের পর থানা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, যে সকল বোমাবাজ, পেট্রোল বোমা নিক্ষেপকারী পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে পালিয়ে রয়েছে তাদের গুম করাও হতে পারে। পুলিশ এসব সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশী চালাচ্ছে। এ রকম নিখোঁজ লোকদের নাম পরিচয় ছাড়া তালিকা প্রকাশ করে বিএনপি দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে গিয়ে দেশের সম্পদ বিনষ্ট করেছে। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে সাধারণ মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে। বর্তমান সরকার প্রতিটি ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের ব্যবস্থা নিচ্ছে। দেশের গোয়েন্দা সংস্থা এসব ঘটনার তদস্ত করে দায়ীদের একটি তালিকা করেছে।

তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, অযথা মিথ্যার আশ্রয় নিয়ে বোমাবাজদের রক্ষা করতে যাবেন না।

তিনি বলেন, দেশে কোন বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ঘটছে না। কোন সন্ত্রাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি করলে তখন পুলিশ বা বিজিবি নিজেদের বাঁচাতে গুলি ছাড়া কী করবে।

সাগর-রুনী হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন জজমিয়া নাটক করে মামলাটি ধামাচাপা দিতে চাইছিনা। প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা বর্তমান সরকারের আমলেই হবে।

জেলা পুলিশ সুপার মো. মঈনুল হকের সভাপতিত্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, র‌্যাব-১৪ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মো. লোকমান হাকিম, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মো: আনোয়ারুল আবেদীন খান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ